অনুরাগের সমাপ্তি হোক

তোমাকে দেখিনা অনেক দিন,
বুকে পাথর চাপা দেওয়ার তুলনা নেহাতই সামান্য হবে,
না দেখার যন্ত্রনার ওপর যদি কোনো প্রকান্ড পাথর উঠিয়ে দেই,
মুহূর্তেই তা চুরমার হয়ে গুঁড়ো বালির সাথে মিশে যাবে,
মনে হবে তারা একই সত্ত্বা।
ভালোবাসার প্রসঙ্গে পরেও আসা যাবে বা আসা হবে কিনা জানিনা,
তবে মনের ওপর এই দীর্ঘ... বাকিটুকু পড়ুন












