মায়ের ডাক
ডাকছে আমায় হাতছানিতে
আমার সবুজ গাঁ
পথের দিকে চেয়ে চেয়ে
দাঁড়িয়ে আমার মা
একটা কিশোর ছেলে ছিল
বিল আড়িয়াল গ্রামে
সেই ছেলেটির দুরন্ত দিন ছিল
প্রাণ সাথিদের সাথে
ডুবসাঁতারের দিনগুলো তার ছিল
নৌকা বাইচের বর্ষা যে তার ছিল
নোয়াব চাচার দরদিয়া ডাক ছিল
আজ যে তাকে কাঁদায়
মন যে আমার যায় ছুটে যায়
আমার সবুজ গাঁয়
পথের ধারে অধীর চোখে
দাঁড়িয়ে আমার... বাকিটুকু পড়ুন






