আমি ইচ্ছে করেই এক বোবা সুন্দরীর প্রেমে পড়েছিলাম
আমি ইচ্ছে করেই এক বোবা সুন্দরীর
প্রেমে পড়েছিলাম
আমার তখন সুন্দরের খুব প্রয়োজন ছিলো
কথার কোনো প্রয়োজন ছিলো না
আমি প্রকৃতির বুকে অনেক ঘুমিয়েছি
সবচেয়ে দীর্ঘ পথ হেঁটেছি, বৃক্ষের ছায়ায়
গোলাপের বুক থেকে প্রকাশ্যে কুড়িয়েছি
সুগন্ধির আস্বাদ
আমি সবচেয়ে বেশিআসা-যাওয়া করেছি
উচ্ছলিত জলের গৃহপথ ধরে
সবচেয়ে মধুর চুম্বন এঁকেছি
কুমারী সূর্যের আলুনি ঠোঁটে
আমি নির্বাক জোছনা থেকে কুড়িয়েছি
নির্ভুল... বাকিটুকু পড়ুন










