আত্মহনন

(কিছুদিন আগে বিপ্র কুমার নামের একজন আত্মহত্যার আগে নোট লিখে যায়, যেন তার মৃতদেহ পোস্টমর্টেম করা না হ্য়
সেই বিপ্র কুমারের উদ্দ্যেশ্যে লেখা)
বিপ্র কুমার বিপ্রতীপ আয়নায়
আত্মশক্তির সন্ধান পায়না বলে-
শ্বাপদ অরণ্যে ঘুরে মরছিল ভীত সন্ত্রস্ত ।
সেখানে কোন ময়ুর নৃত্য তার চোখে পড়েনি,
গড়িয়ে চলা ভয়াল অজগরের শরীরে নিপুন নক্সা
তার চোখে পড়েনি,... বাকিটুকু পড়ুন








