ব্লগার ইসিয়াক

ইসিয়াক অনবদ্য সাহিত্য সম্ভার
রচনায় সিদ্ধ হস্ত। অমৃত মতন
কথাদল দলবদ্ধ মানিক-রতন
যেন ঝরে জোছনায় চাঁপার তলায়।
হে কবি হে সাহিত্যিক প্রাণের সঞ্চার
করেন কথার দলে। ছন্দের পতন
না হয় সেথায় যেন করেন যতন
পাঠেতে আকুল মনে অপার বিস্ময়।
যাদু জাল ছিন্ন করে বের হয়ে যাই
এমন উপায় কার মন মাঝে আছে?
হেথায় সকল আছে কি নাই কি নাই?
অবশেষে... বাকিটুকু পড়ুন










