প্রণয়ের পূর্বাপর
তোমার কাছে ভালোবাসা চাওয়ার আগে,
ভালো হতো;
আকাশের কাছে যদি বৃষ্টি চেয়ে নিতাম,
তবে তোমার চোখের কাছে আমার যে চোখের দুর্বলতা কখনো বুঝতে না তুমি।
তোমার কাছে প্রেম চাইবার আগে,
ভালো হতো; যদি পাথরের কাছে দীক্ষা চেয়ে নিতাম,
হয়তো তবে স্থির চিত্তে সয়ে যেতাম শত যাতনা,
তুমিও দেখতে পেতে না আমার ক্ষয়িষ্ণু হৃদয়!

তোমার স্পর্শ পাওয়ার... বাকিটুকু পড়ুন











