দেখতে চাই

বহমান নদীর গতিপথ দেখতে চাই
এখনো দুচোখ অন্ধ করিনি বলে-
বসন্ত খুঁজি! আপন আঙিনায়
কিংবা রোদলা বারান্দায়!
অথচ নদী হেঁটে যায় ঘোর বর্ষায়;
এতটুকু বর্ষা চাই না- চাই না-
বিষন্ন সহ্য করতে পারি না;
তবুও হাঁটতে চাই নদী- হাঁটতে চাই!
জানি এখন আশ্বিন কিংবা শীত আগমন,
কষ্ট হবে না- সব পথ চিনা জানা।
পিছল পথে কখনো কু-কাম ভাবিনি
সে জন্যে... বাকিটুকু পড়ুন











