বৃদ্ধ সময়

অভাগা মানুষের চিন্তাধারাই
এক ক্ষত অভাগা হয়ে থাকে-
ঠিক বাঁধের বালুর মতো কিংবা
সে বাড়ির উঠনের আলোর রথ;
এখন ভোরের শিশির ভেজা পায়ে
কেও আর রোজ রোজ হাঁটে না-
ঠিক পাতিহাঁসের মতো কিংবা
খরগশের দৌড়- এভাবেই অভাগা
মানুষ এগিয়ে যাচ্ছে বৃদ্ধ সময়
কোন লাভ হয়নি এতটু ছোঁয়ায়!
১৫-১২-২৪ বাকিটুকু পড়ুন








