বন্যার জলে মাতৃত্বের আকুতি

শিশির মতো কাঁদছে মন,
দূর আকাশে মেঘের ডাক,
মাটির তলে ফাটল ফাট।
ও ছোট ভাই, একটু শোন,
আমাকে একটু উঁচু করো,
জল যে এলো গড়াতে,
বাঁচাও আমার এই প্রাণটা রে।
পেটে আমার ৯ মাসের সন্তান,
জন্মের আশায় বুক বাঁধা,
জলতরঙ্গে দুলছে দেহ,
এই আশা যেন না হয় ভাঙা।
তোমার দিদির বুকের তলে
মাতৃত্বের যে স্বপ্ন,
তোমার সাহায্য একটুকু,
হয়তো বাঁচাবে জীবনখানি... বাকিটুকু পড়ুন








