আজ কবরের লাশও নিরাপদ নয়।
ইউনূসের দুঃসাশনে দেশ আজ নরকে পরিনত হয়েছে। কবরের লাশও নিরাপদ নয়।
গোয়ালন্দে কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলা: মানবতার লুণ্ঠন
আজ শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাব চত্বর এলাকায় ধর্মপ্রাণ জনতা নুরাল পাগলের আস্থানায় হামলা করে। উত্তেজিত জনতা কবর থেকে লাশ তুলে মাঠে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। তারা বাড়ি-ঘরে... বাকিটুকু পড়ুন









