কেমন আছো চারু
কেমন আছো চারু?
তুমি কি এখনো ছাদের কার্নিশে দাঁড়িয়ে
চুল ঝাড়ো?
এখনো কি, তোমার ঘন চুলে অশান্ত যমুনার ঢেউ ওঠে,
এখনো কি, তোমার চোখে বৃষ্টির কণাগুলো
পড়তে পড়তে হারিয়ে যায়?
চারু জানো,
আজও হাঁসফাঁস লাগে শহরের গুমোট বাসে,
ভিড়ের ভেতর দাঁড়িয়ে থাকি,
অচেনা কারো কাঁধে ঘাম ঝরে পড়ে,
হঠাৎ কারও ঠোঁটে তোমার মতো ভাঙাচোরা হাসি ফুটলে
বুকের ভেতর মুচড়ে ওঠে এক... বাকিটুকু পড়ুন








