কে আমি

এক আমি, আমিই আমি,
উত্তাল সমুদ্রে আমি
সুউচ্চ পর্বতেও আমি।
পূর্বে আমি, পশ্চিমেও আমি
উত্তরে আমি, দক্ষিনেও আমি
ডানে আমি, বামেও আমি।
নিচে আমি, এমনকি উপরেও এই আমিই আমি!
এক আমি, আমিই আমি। আমাতেই আমি।।
কে আমি - হতে পারেন একজন পিতা। আবার হতে পারেন ঈশ্বর আল্লাহ ভগবানও। এই আমির মতো শক্তিমান আমি বিশ্বব্রহ্মাণ্ডের আর কিছুতেই নেই।... বাকিটুকু পড়ুন












