নকল মানুষ নকল ফানুস

এই শহরের নকল মানুষ,
নকল আবেগ, নকল বিকেল,
রাতের আকাশ, নকল ফানুস।
সন্ধ্যালোকে নকল প্রেমে,
চলছে নগর,
জং ধরা মন দীর্ঘ জ্যামে।
এই শহরের গলির মোরে
আঁধার রাতে
ভগ্ন হৃদয় লাশ হয়ে যায়
বাতিল খাতে।
বৈরী বাতাস ধূম্রজালে
শ্বাসযন্ত্র... বাকিটুকু পড়ুন







