চাঁদনী

সেদিন জানালার ওপারে
একটি উদাস আর নিস্তেজ সুর্যকে
দেখেছিলাম রাতের বেলা।
সবাই নাকি তাকে চাঁদ বলে,
তাই আমিও বলি এখন।
কিন্তু এই নামটা যে ছিলো অন্য কারো !
চুরি করা নামের দম্ভে
যে চাঁদ আজ চাঁদনী -
সে যেন নত হয় আমার প্রিয়ার কাছে
জানায় যেন তাকে দানের অভিবাদন !
হয়তো ভাবছো কে আমি ?
আমি পুর্নিমার ঐ সৌন্দর্যের জন্মদাতা... বাকিটুকু পড়ুন










