=না যেয়ো না=

যাচ্ছ কোথায় আমায় ফেলে
একটুখানি দাঁড়াও তুমি
রাগ করেছো, না অভিমান?
বিষাদ ভরা মনের জমি?
ডাকছি পিছু, শুনো কথা
মান অভিমান থাকবে সেতো
বলতে যদি খুলে সেসব
প্রেমে নতুন মাত্রা পেত।
চুপটি করে যাচ্ছো চলে
দাঁড়াও বন্ধু ডাকছি পিছু
রাগ করো না, যাও না শুনে
ভালোবাসার কথা কিছু।
কোথায় যাবে ফেলে আমায়
পিছু আসছি দেখো চেয়ে
হেঁটে না হয় পাশাপাশি
জীবনের গান যাব... বাকিটুকু পড়ুন








