বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। বিগত কয়েক মাসে আমি সামুতে বিষয় ভিত্তিক প্রবাদ-প্রবচন-বাগধারা নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছি। তারই ধারাবাহিকতায় এবারে বৃষ্টি নিয়ে ৪৪ টি প্রবাদ-প্রবচন-বাগধারা খুঁজে বের করেছি। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে এবার দেখে নেই বৃষ্টি নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
১ । অতি মেঘে অনাবৃষ্টি। (ব্যাখ্যা : যে বেশি বকে, সে কাজে বেশিদূর এগোয় না।)
২ । অতি মেঘে ফোঁটাবৃষ্টি। (ব্যাখ্যা : যে বেশি বকে, সে কাজে বেশিদূর এগোয় না।)
৩ । অনেক গর্জনে ফোঁটা বৃষ্টি। (ব্যাখ্যা : যে বেশি বকে, সে কাজে বেশিদূর এগোয় না।)
৪ । অতিগর্জনে ফোঁটা বৃষ্টি। (ব্যাখ্যা : যে বেশি বকে, সে কাজে বেশিদূর এগোয় না।)
৫ । অল্পগর্জনে অতিবৃষ্টি। (ব্যাখ্যা : যে কাজ জানে সে কথা কম বলে।)
৬ । অল্পগর্জনে ভারীবর্ষণ। (ব্যাখ্যা : যে কাজ জানে সে কথা কম বলে।)
৭ । যত গর্জে তত বর্ষে না। (ব্যাখ্যা : যে বেশি বকে, সে কাজে বেশিদূর এগোয় না।)
৮ । বর্ষণ নেই গর্জন সার। (ব্যাখ্যা : যে বেশি বকে, সে কাজে বেশিদূর এগোয় না।)
৯ । মেঘ চমকালেই বৃষ্টি হয় না। ব্যাখ্যা : যারা বেশি লাফাল ঝাপায়, তাদের কর্মক্ষমতা কম হয়।
১০ । বিন্দুবিন্দু বৃষ্টি, করে সিন্ধু সৃষ্টি। (ব্যাখ্যা : সব বিশাল সৃষ্টির পিছনে অসংখ্য ক্ষুদ্রের সহযোগিতা থাকে।)
১১ । অল্পবৃষ্টিতে কাদা, বেশিবৃষ্টিতে সাদা।
১২ । অল্প বৃষ্টিতে কাদা হয়, বেশি বৃষ্টিতে সাদা হয়।
১৩ । বৃষ্টির ভয়ে জলে ঝাপ দেওয়া।
১৪ । অলস লোকেরা ময়ূরের ন্যায় বৃষ্টিকে ভয় করে।
১৫ । রৌদ্রের পরই বৃষ্টির আগমন।
১৬ । বৃষ্টি থামলেই কিন্তু গুড়গুানী থামে না।
১৭ । বায়ু আর বৃষ্টির পরিমাণ নাই।
১৮ । সাত দিনের ঝরা আর একদিনের খরা। (ব্যাখ্যা : একদিনের রোদ সাত দিনের বৃষ্টিকে ভুলিয়ে দেয়।)
১৯ । জল জল বৃষ্টির জল। বল বল বাহুর বল।
২০ । একবার সাঙ্গ ভিজিলে তোমার আর বৃষ্টিতে ভয় কি ?
২১ । দোষেগুণে সৃষ্টি, ঝড়ে জলে বৃষ্টি।
২২ । মেঘ চমকালেই বৃষ্টি হয় না।
২৩ । বিন্দু বিন্দু বৃষ্টি, করে সিন্ধু সৃষ্টি
২৪ । বিন্দু বিন্দু বৃষ্টি পুকুরের সৃষ্টি।
২৫ । অনাবৃষ্টে রাজ্য মজে, পাপে মজে ধর্ম; কোটালে গৃহস্থ মজে, আলস্যে মজে কর্ম।
২৬ । বন্ধুত্ব ছাতার মত, বৃষ্টি যত প্রবল হয় ছাতার তত বেশি প্রয়োজন হয়- আরবী প্রবাদ।
২৭ । ঊনো বর্ষা দুনো শীত। (খনার বচন) ব্যাখ্যা : বৃষ্টি কম হলে শীত বেশি পড়ে।
২৮ । কানা মেঘের বৃষ্টি সর্বত্র নয় দৃষ্টি। (খনার বচন) ব্যাখ্যা : খামখেয়ালী বড়লোকের দান সাধারণের মধ্যে সমানভাবে বণ্টিত হয় না।
২৯ । গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে। (খনার বচন) ব্যাখ্যা : বনে আগুন লাগলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
৩০ । গাছে গাছে লাগলে আগুন বৃষ্টি হবে দ্বিগুণ দ্বিগুণ। (খনার বচন) ব্যাখ্যা : বনাঞ্চলে আগুন লাগলে দ্বিগুণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
৩১ । চৈত্রে কাঁপে থর থর, বৈশাখে ঝড় পাথর, জৈষ্ঠ্যেতে তারা ফোটে তবেই জানবে বর্ষা বটে। (খনার বচন) ব্যাখ্যা : যে বছর চৈত্রমাসে শীত থাকে, বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয় এবং জৈষ্ঠ্যমাসে আকাশ পরিস্কার থাকে সে বছর প্রবল বর্ষণ হওয়।
৩২ । জল জল বৃষ্টির জল। বল বল বাহুর বল। (খনার বচন) ব্যাখ্যা : বৃষ্টির জলের তুলনা হয় না, ছেঁচাজলে বেশিক্ষণ চলে না; নিজের বলই শ্রেষ্ঠ, পরের বলে নির্ভর কর যায় না।
৩৩ । পশ্চিমে ধনু নিত্য খরা, পূর্বে ধনু বর্ষে ধারা। (খনার বচন) ব্যাখ্যা : পশ্চিম আকাশে রামধনু উঠলে খরা হয়; পূব আকাশে রামধনু উঠলে অতিবৃষ্টি হয়।
৩৪ । বাদ দিয়ে বর্ষা খনার বচন ফর্সা, শনি সাত মঙ্গল তিন এর সব দিন দিন। (খনার বচন) ব্যাখ্যা : বর্ষাকাল বাদ দিয়ে অন্য কোন সময়ে বৃষ্টি হলে শনিবারে শুরু হলে সাতদিন, মঙ্গলবারে শুরু হলে তিনদিন ধরে চলে; বাকী সবদিন একদিনমাত্র স্থায়ী হয়।,
৩৫ । ব্যাঙ ডাকে ঘন ঘন; বৃষ্টি হবে শীঘ্র জান। (খনার বচন) ব্যাখ্যা : ঘন ঘন ব্যঙ ডাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
৩৬ । ভটচায্যির পাঁতি/পাঁজি/পুঁথি বর্ষার ছাতি। (খনার বচন) ব্যাখ্যা : পাঁজি বৃষ্টিতে ছাতার কাজ করে; ছাতা কুকুর তাড়াতে কাজে লাগে; যোগ্যবস্তুর অসদব্যবহার।
৩৭ । ভাদুরে মেঘ বিপরীতে বয়, আসিন ঝড় বৃষ্টি হয়। (খনার বচন) ব্যাখ্যা : ভাদ্রমাসের মেঘ উত্তরে হাওয়ায় দক্ষিণে বয়; আশ্বিনমাসে ঝড়বৃষ্টি লেগেই থাকে।
৩৮ । ভাদুরে মেঘ বিপরীত বয়, সেদিনই বৃষ্টি হয়। (খনার বচন) ব্যাখ্যা : ভাদ্রমাসের আকাশে যদি মেঘ ঠাকে এবং হাওয়া উত্তর থেকে দক্ষিণে বয়, সেদিন বৃষ্টি অবধারিত।
৩৯ । যদি না হয় আগনে বৃষ্টি, তবে না হয় কাঁঠালের সৃষ্টি। (খনার বচন) ব্যাখ্যা : অঘ্রাণমাসে বৃষ্টি না হলে গাছে কাঁঠাল ধরে না।
৪০ । যদি বর্ষে আগনে, রাজা যায় মাগনে। (খনার বচন) ব্যাখ্যা : অঘ্রাণমাসে বৃষ্টিপাত হলে কীট ফসল নষ্ট করে; ফলে রাজস্ব আদায় কম হও; দেশে চারিদিকে অভাব পরিলক্ষিত হয় এবং আকাল অবস্থার সৃষ্টি হয়।
৪১ । যদি বর্ষে চৈত্রে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি। (খনার বচন) ব্যাখ্যা : চৈত্রমাসে বৃষ্টি হ'লে ধানের ফসল ভাল হয়।
৪২ । যদি বর্ষে পৌষে, কড়ি হয় তুষে। (খনার বচন) ব্যাখ্যা : পৌষমাসে বৃষ্টি হ'লে তুষ বেচেও অঢেল অর্থ আয় হয়।
৪৩ । যদি বর্ষে ফাগুনে, ফসল হবে দ্বিগুণে। (খনার বচন) ব্যাখ্যা : ফাল্গুনমাসে বৃষ্টিপাত হলে চাষবাস ভাল হয়।
৪৪ । যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূণ্য দেশ। (খনার বচন) ব্যাখ্যা : মাঘের শেষের বৃষ্টিপাতে প্রচুর রবিশস্য উৎপন্ন হয়। চাষীর হাতে পয়সা আসে[ অভাব অনটন থাকে না; সকলের কল্যাণ হয়।
সূত্র : বই সমূহ
০১। বাংলা বচনাভিধান - শ্রী অমরেন্দ্রনাথ রায়
০২। বাংলা প্রবাদ (ছড়া ও চলতি কথা) - শ্রী সুশীলকুমার দে
০৩। বাংলাদের প্রবাদ - (পত্র ভারতী থেকে প্রকাশিত)
০৪। ভারতের নানান ভাষার প্রবাদ - অঞ্জনাভ দত্ত
০৫। চাণক্য শতক - রায় বাহাদুর পণ্ডিত ও গোবিনলাল বন্দ্যোপাধ্যায়
০৬। কিংবদন্তির খনা ও খনার বচন - পূরবী বসু
০৭। মীরার পদাবলী কবিরের দোঁহা চাণক্য শ্লোক খনার বচন ৭০০ প্রবাদ - প্রীতি পাল চৌধূরী
০৮। প্রবাদ বচন - শ্রীগোপালদাস চৌধুরী ও অপ্রিয়রঞ্জন সেন
০৯। নূতন বাংলা অভিধান প্রবচন সংগ্রহ -
১০। প্রবাদ মালা (২য় খণ্ড) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১১। প্রবাদমালা (এতদ্দেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
১২। প্রবাদমালা (বঙ্গদেশীয়) - জেমস লঙ - বাবু রঙ্গো লাল
এবং অন্তর্জাল
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!, দেখা-দেখি, হট্টবিলাসিনী (১৮+), শুক্তিবাক্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস, আধুনিক বাক্য সংকোচন, নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ, অ তে অজগর, A for Apple
ক কাব্যের কচকচানি, প পদ্য....., এ-পলাশ সে-পলাশ নহে, বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
=================================================================
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৯