অনিবার্য প্রবঞ্চনা

বারবার প্রতিজ্ঞা করি ,
কথা দেই ছুঁয়ে দেখব তোমায়,
ঘোমটা পরিয়ে দেব,
সাদা জরির কাজে গাঢ় সবুজ ওড়নায়।
তুমি হবে প্রতি রাতের মধ্যবিন্দু ফুলছড়ানো পালংকে।
আমি আসক্ত নেশায়,তোমার ভাষায় ,
এক কুণ্ডলী ধোঁয়াশা হয়ে তুমি আমায় ,
ছুঁয়ে যাচ্ছ চিবুক থেকে বুকের পশম ,
আমি প্রশান্তির দ্বারপ্রান্তে, তুমি আশ্রম।
এ এক অনিবার্য... বাকিটুকু পড়ুন









