সেই শিশুটি

একটি শিশু জন্মেছিলো
আজিকার এইদিনে—
আশার প্রদীপ জ্বেলে
সোনার বাংলায়;
আশার প্রদীপ যে— নিভে গেছে
নিষ্ঠুর ঘূর্ণিঝড়ে পড়ে
এই দিন তাই মোরা করি উদযাপন
ব্যথা ভরা প্রাণে।
সেই ঝড়ে ছিলো যে— বুলেট বৃষ্টি
ছিলো বিয়োগ বেদনার অশ্রুজল
নির্বিচারে ঝাঝরা হলেন জাতির পিতা
থামলো কোলাহল।
আলোহীনতায় অন্ধ ছিলো দৃষ্টি,
জাতির বিবেক তাই রূদ্ধকপাট
— হায়রে অনাসৃষ্টি।
সেই শিশুটিও পাইনি যে... বাকিটুকু পড়ুন










