ঘুমই শ্রেয়

ভোরবেলা তোমার গায়ে কমফোর্টার উঠিয়ে দিয়ে জানলা খুললাম,
বারুদের গন্ধে আমার গা গুলিয়ে আসছিলো;
তাকিয়ে ছিলাম আকাশের প্রায় নিভন্ত তারাটির দিকে-
হ্যা, একটি তারাই ছিলো,
বাকিগুলো ঢেকে দিয়েছে তোমার আমার জন্য গড়ে উঠা অস্ত্র কারখানা।
হঠাত চোখ ভিজে উঠল,
জানিনা-
বারুদের তেজে জ্বলে উঠল কিনা।
তুমি হয়তো ঘুরে বেড়াচ্ছো স্নিগ্ধ ঝর্না জলে,
শ্যাওলা জমা পাথরে তাকিয়ে তুমি... বাকিটুকু পড়ুন









