=সকাল আসে শত মুগ্ধতা নিয়ে=

©কাজী ফাতেমা ছবি
বদ্ধ মশারি ঘরে চোখ টেনে ধরে ঘুম,
রাত্রি জাগা পাখিরা ভোর দেখে না
দেখে না পূর্বাশার লালিমা
ভোরালোর সাথে মিষ্টি হাওয়ার নাচন
সে মিশে যায় সকালের রোদ্দুরের গায়ে।
সে হাওয়া গায়ে মেখে জুড়ে নিঃশ্বাস টেনে
বলা হয় না আহ কি মিষ্টি মুগ্ধতার প্রহর!
আফসোস রাত জাগা পাখিরা
জেগে উঠে এলার্মের শব্দে।
কর্তব্য এসে খুঁচিয়ে জাগিয়ে দেয়
আড়মোড়ার ঘুম,... বাকিটুকু পড়ুন











