স্মরণ করি

শুধু শুধু মরা বৃক্ষের কথা
একটা মাছের পোনাও
মনে রাখে না; কি বাস্তব?
ছায়া, মায়া, এক চাল মমতা
যেনো পথিকের স্বার্থপরতা-
একটা মরণেও জানে না;
নির্দয় মাছ সাঁতার কাটেই যায়-
গভীর জল কিংবা নিম্ন স্রোত;
আমি বৃক্ষের খুনঠাসা আর্তনাদ-
আর কত বার স্মরণ করি।
২৯ আষাঢ় ১৪২৯, ১৩ জুলাই ২৩
বাকিটুকু পড়ুন









