তুমি জানো না

আজন্মকাল ধরে জ্বলে থাকা নক্ষত্রের মতো
আমি তাকিয়ে থাকি পরিবর্তনের পথে
তুমি আসবে বলে কত রক্ত ঝরেছে এই সভ্যতার পথে
তুমি জানো না।
বহমান নদী যেমন সবকিছু ভাসায়
তুমিও নিয়েছো ভাসিয়ে
তোমার শ্লোগানে-মিছিলে এই রাজপথে, এই আমারে
তুমি জানো না। বাকিটুকু পড়ুন









