অন্বিষ্ট

ডানাতে এখনও স্বপ্ন পোড়া গন্ধ -
ছুটতে হবে আরও বহুদূর-
কী চাও? কী চেয়েছিলে?
আকাশের নীল মাথায় করে
একছুটে দেবে সবুজের পথ পাড়ি ?
পাওনি? ঘন দাঁতাল অন্ধকার ?
তবুও তোমার আকাশ আমাকে টানে,
হে উদাত্ত ঈশ্বর-
বড় অসংগত সৃষ্টি তোমার,
বুকের মধ্যে গুগলের ক্ষিদে ধুঁকছে-
এদিকে অন্ধকার অষ্টেপৃষ্ঠে
অলাতচক্রে ক্রুরতম ঘিরে ধরছে।
এরপর কোন অত্যাসন্ন
অবসন্নতা... বাকিটুকু পড়ুন









