কবিতাঃ জন্মে মৃত্যুতে বেদনা
শিশু জন্মের বেদনার কথা প্রসূতি জানে,
বুনোফুল ফোটানোর ব্যথা বনভূমি জানে।
পিয়ানোর মূর্ছনার ব্যথা বেটোফেন জানে।
কবিতার বেদনার কথা শুধু কবিই জানে।
হলুদ পাতা ঝরার ব্যথা মালিনী বোঝে,
পরিত্যক্ত পিয়ানো তার বাদক খোঁজে।
তটিনীর যে স্রোতধারা মরুতে হারায়,
উৎস গিরি বারে বারে তার পানে চায়।
বেদনাই প্রাণের স্ফূরন ঘটায়,
বেদনাই প্রাণের স্পন্দন থামায়।
বেদনা ছাড়া সৃষ্টি হয় না, জন্ম... বাকিটুকু পড়ুন








