ভেতর বাহিরে চলছে খরা !

মাঝেসাঝে পরিহিত রঙিন লুংগি
বেখেয়ালে হাঁটুর উপর চলে আসে
ঘুমন্ত মাঝ বয়সী শরীর হঠাত মধ্যরাতে
ধড়ফড় করে জেগে উঠে
কত মেঘ আসে
কত মেঘ যায়
আসমানে এক এক করে বিজলি বাতি
নক্ষত্রের মেলা জমে
ওরা জানে
এতো আয়োজনের ভীড়ে
কেন আমার একলা লাগে ?
কেন ভাল্লাগে না... বাকিটুকু পড়ুন








