=আসছে ফাগুন বইছে হাওয়া=

©কাজী ফাতেমা ছবি
=আসছে ফাগুন=
ডাকছে ফাগুন হাত বাড়িয়ে, হলুদ শাড়ী দাও না কিনে,
অভিমানে গাল ফুলাবো, মানবো না আজ শাড়ী বীনে!
ঝরছে পাতা, বইছে হাওয়া, লাগলো মনে সুখের দোলা,
খোলা হাওয়ায় চুল উড়িয়ে, হবো সুখে আত্মভোলা।
ডাকছে পাখি কুহু কুজন, মনে বাজে সুরের বাঁশি
আয়নায় দেখি রঙিলা মুখ, রঙ গোলাপী ঠোঁটের হাসি।
শাড়ির সাথে দিয়ো কিনে,... বাকিটুকু পড়ুন
















