আমিই পৃথিবী
আমিই সেই মহাসমুদ্র
যার গর্ভে লুকানো হাজারো রতন
যার কান্নার জলেই ওঠে ঢেউ
যার যন্ত্রণার চিৎকারে ওঠে গর্জন।
চন্দ্রপক্ষে যার বুকে আসে খুশির জোয়ার
আবার ভাটির টানে নেমে আসে স্তব্ধতা
ফুরায় না সেখানে লোনা অশ্রু
যার রূপে হয়ত অনেক মুগ্ধতা।
আমিই সেই পাহাড়
যার প্রতিটি পরতে পরতে পাথর
সীমাহীন যার বেদনার ভার
যার বুকে দাড়িয়ে আছে সভ্যতা
বইতে পারে... বাকিটুকু পড়ুন








