সময় মনে পৌছনোর
আমি এখন যোজণ যোজণ দূরে,
ভাবনা ছাড়া পৌছনো অসম্ভব;
এখনি শ্রেষ্ঠ সময় মনের কথা,
অন্তত মনে পৌছনোর।
প্রায় নিঃশেষ হওয়া আবেগের
প্রোরচনায় নিজেকে প্রবাহিত করার
সময় এখন, এখনই সময়, ভেবে
ভেবে নিজেকে জানার;
নিজেই নিজের আস্থা হয়ে
নিজেরই সব দ্বিধা কাটিয়ে
দ্বন্দ্ব বিনাশের, মনের।
এখনি সময় মনে পৌছনোর,
এখনই সময়, শ্রেষ্ঠ সময়। বাকিটুকু পড়ুন













