সন্ধে নামার পরে
আমার এই দিশেহারা চোখের দিকে চেয়ে দেখো
কতটা অসহায় আমি
কতটা অভিমান ভয় জমে জমে
একা পথ একলা আকাশ সব কিছু কেমন যেন বিষিয়ে উঠেছে, জানো ?
দিনগুলো যেমন তেমন করে কেটানো গেলেও , সন্ধে নামলেই একরাশ হতাশা আমাকে আকড়ে ধরে।
আর কতটা রাত এই তীব্র যন্ত্রনা আমাকে বয়ে বেড়াতা হবে বলতে... বাকিটুকু পড়ুন









