বৃষ্টি জলে ভেজা উল্লাস
রিমঝিম বৃষ্টির শব্দে উদাসী
মন ছুটে চলে শৈশবে দুপুরে
গেঁয়ো বালক-বালিকাদের সাথে
ঝুম বৃষ্টিতে ভেজা নির্মল আনন্দে।
সব শিশুদের একত্রে গড়াগড়ি
ধান শুকাবার বড় উঠোনে
হাসা-হাসি কাদা মাখা-মাখি
চলে অনির্ধারিত অনেক সময়।
কাকাদের তাড়নায় দুষ্টের দল
ছুটে চলে পুকুরে ধুপ ধুপ
দৌড়ে তারা লাফিয়ে পড়ে
জলে তাদের উল্লাস যেন শুনি।
বাকিটুকু পড়ুন
