somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১২ সালে যাঁদের সাথে আমার সবচেয়ে বেশি ভার্চুয়াল ইন্টার‌্যাকশন হয়েছে; এবং সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকার মোড়ক উন্মোচন

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সালের আগস্টে ব্লগে রেজিস্ট্রেশন করার পর ২০১২ সালে সবচেয়ে বেশিসংখ্যক ব্লগারের সাথে আমার ভাব বিনিময়, অর্থাৎ কমেন্ট আদান-প্রদান হয়েছে। ব্লগার শায়মা, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম দূর্জয়, আলাউদ্দিন আহমেদ সরকার, প্লিওসিন অথবা গ্লসিয়ার, ফারাহ দিবা জামান, সায়েম মুন, মনোয়ারা মণি, নীলঞ্জন, রেজওয়ানা, রেজওয়ান মাহবুব তানিম, মাহী ফ্লোরা, ভারসাম্য, ডেভিড, অপূর্ন, স্বদেশ হাসনাইন, আবুশিথি, জুন, মেহবুবা, ফারজুল আরেফিন, সোমহেপি, আজমান আন্দালিব, মেঘনা পাড়ের ছেলে, প্রমুখ কয়েকজন ব্লগারকে নিয়মিত আমার ব্লগে পেয়েছি। কয়েকজন ব্লগার খুব কম এসেছেন আমার ব্লগে, কিন্তু তাঁদের কমেন্টে দারুণ উৎসাহ বোধ করেছি, যেমন বাঘ মামা, মহামহোপাধ্যায়, গানচিল, নস্টালজিক, ম্যাভেরিক, দূর্যোধন, জীবনানন্দদাশের ছায়া, আরজুপনি, ইনকগনিটো, সিরাজ সাঁই, আমিভূত, (যাঁর নাম প্রথমে পড়েছিলাম 'অভিভূত'), প্রমুখ। বছরের প্রথম দিকে ব্লগার হানিফ রাশেদীনকে খুব দেখতে পেতাম; এই তুখোড় কবিকে দেখি না অনেকদিন। তাঁর জন্য শুভ কামনা সব সময়।

আজকের লিস্ট অনুযায়ী আমার 'অনুসারিত' ব্লগারের সংখ্যা ২৬৫। অবসরে থাকলে তাঁদের সবার ব্লগই ভিজিট করার চেষ্টা করি। তবে, যাঁদের লেখা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যাঁদের লেখা সবচেয়ে বেশি পড়া হয়েছে, এবং যাঁরা আমার ব্লগে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন, তাঁদের নামগুলো নিম্নরূপ:

মনোয়ারা মণি

ডেভিড

ভারসাম্য

স্বদেশ হাসনাইন

মাহজাবিন জুন

আবুশিথি

আমিভূত

ম্যাভেরিক

হানিফ রাশেদীন

প্লিওসিন অথবা গ্লসিয়ার

ফারজুল আরেফিন

সোমহেপি

শহীদুল ইসলাম

মহামহোপাধ্যায়

নস্টালজিক

গানচিল

ইনকগনিটো

আশরাফুল ইসলাম দূর্জয়

শায়মা হক

আলাউদ্দিন আহমেদ সরকার

মাহী ফ্লোরা

অপর্ণা মম্ময়

রেজওয়ান মাহবুব তানিম

সোনালী ডানার চিল

সালমাহ্যাপী

সাবরিনা সিরাজী তিতির

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

শাহেদ খান

ইমরান মাঝি

রোমান সৈনিক

নিমা

মাহমুদা সোনিয়া

সুপান্থ সুরাহী

তিথির অনুভূতি

নিশাচর ভবঘুরে

জীবনানন্দদাশের ছায়া

আরজুপনি

মাহবুবুল আজাদ

সায়েদা সোহেলী

হিবিজিবি

ইশতিয়াক আহমেদ চয়ন

শ্রাবণ জল

মেহবুবা

লেখোয়াড়

রেজোওয়ানা

জেমস বন্ড

আজমান আন্দালিব

শোশমিতা

ত্রিশোনকু

টুকিঝা

উম্মে মারিয়াম

নক্ষত্রচারী

সায়েম মুন

অপূর্ন

রঙ তুলি ক্যানভাস

ফারাহ দিবা জামান

দূর্যোধন

ডট কম ০০৯

নোমান নমি

মি. মাক্স

মুনসী১৬১২

চেয়ারম্যান সাহেব

নীলঞ্জন

অনাহূত

অন্য কথা

কাল্পনিক ভালোবাসা

হাসি

আবু সালেহ

রাতুল শাহ

সান্তনু আহমেদ

মেহেরুন

একজন আরমান

ফ্রাস্টেটেড

ফাহাদ চৌধুরী

স্বপনবাজ

সিরাজ সাঁই

ভিয়েনাস

কয়েস সামী

তানিয়া হাসান খান

তুষার আহাসান

মুশাসি

গ্রাম্যবালিকা

মাস্টার

পাকাচুল

নেক্সাস

একটু স্বপ্ন

কামরুল হাসান শাহি

শ।মসীর

কবির চৌধুরী

নীরব ০০৯

রু আদে

আমি তানভীর

সাইফুল হাসনাত সিপাত

নষ্ট কবি

ছাইরাছ হেলাল

মতিউর রহমান সাগর

নাঈম আহমেদ আকাশ

খেয়াঘাট

মামুনুর রহমান খাঁন

ঘুমকাতুর

কাকঁন

বর্ণচোরা

সপ্নভূক

হনলুলু

বিদ্রোহী ভৃগু

নেফেরতিতি

মেমনন

লুৎফুল কাদের

জুল ভার্ন

ঈষাম

শিশিরের শব্দ

বৃষ্টিধারা

দি ফ্লাইং ডাচম্যান

নীল-দর্পণ

অন্যমনস্ক শরৎ

আ-কার শুদ্ধকৃত জালিস মাহমুদ

ফারিয়া

শিশিরের বিন্দু

সকাল রয়/অরুদ্ধ সকাল

চাটিকিয়াং রুমান

দুঃখ বিলাসি

মোসতাকিম রাহী

বেঈমান আমি

জটিল

রাহি

ভদ্র ছেলে, যদিও নাম নিয়েছেন 'অভদ্র'

নাজনীন১

অক্টোপাস পল

দীপান্বিতা

ঘুমন্ত আমি

বড় বিলাই

দুর্জয়

বিকারগ্রস্থ মস্তিষ্ক

বাংলাদেশী পোলা

জাতির নানা হইয়া যিনি জন্মগ্রহণ করিয়াছেন

শিপু ভাই

তন্ময় ফেরদৌস

আহসান জামান

ইসরা০০৭

আকাশী কন্যা

মেঘরোদ্দুর

বাঘ মামা

হ্যামেলিন এর বাঁশিওয়ালা

রাইসুল সাগর

আমি তুমি আমরা

তুষার কাব্য

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়

চাঙ্কু

অপরাজিতার কথা

আহমাদ জাদীদ

এ.টি.এম.মোস্তফা কামাল

ভিয়েনাস

লিন্‌কিন পার্ক

নুর ফয়জুর রেজা

রক্তভীতু ভ্যাম্পায়ার

মেঘনা পাড়ের ছেলে

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে

অন্তরন্তর

ফালতু বালক

রোকেয়া ইসলাম

বিদ্রোহী ভাস্কর

মামুন৬৫৩

আমি বাঁধনহারা

জয়তি বন্দোপাধ্যায়

ফয়সাল হুদা

লাইলী আরজুমান খানম লায়লা

এবং ব্রুটাস

ওই চোরা

নীলফরিং


এবার আসল কথায় আসি

এটি মূলত হিটখেকো পোস্ট:) কীজন্য এতো হিট খেতে চাই? উদ্দেশ্য খুব মহৎ:) সবুজ অঙ্গন বইমেলা সংখ্যার জন্য লেখা আহ্বান করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। আপনাদের লেখার সম্ভারে সুসজ্জিত একটি সবুজ অঙ্গন সংখ্যা দেখবার তীব্র ইচ্ছে মনের ভিতর দিনরাত আগুন জ্বালছে। অনেকেই লেখা জমা দিয়েছেন; যাঁরা এখনও জমা দেনি নি, তাঁদের জন্য, কেবল তাঁদের সৌজন্যে ২৮ জানুয়ারিতে ম্যাগাজিন প্রেসে যাবে। প্রেসে পাঠানোর আগ পর্যন্ত পাওয়া লেখাগুলো সংযোজনের চেষ্টা থাকবে।

সবুজ অঙ্গনে লেখা জমা দেবার নিয়মগুলো আরেকবার একঝলক দেখে নিন

কী কী পাঠাবেন? সাহিত্য বলতে যা বোঝেন, তার সবই পাঠানো যাবে। তবে একজনে দয়া করে কেবল এক শ্রেণির লেখাই পাঠাবেন; অর্থাৎ, একজন লেখক কেবল গল্প, অথবা কেবল কবিতা, বা ছড়া, বা প্রবন্ধ পাঠাবেন।

বানানরীতি। বাংলা একাডেমী প্রমিত বানানরীতি অনুসরণ করা হয় সবুজ অঙ্গনে। যাঁদের এ ব্যাপারে সম্যক ধারনা নেই তাঁরা দয়া করে এ লিংকটি পড়তে পারেন : বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম

আপনারা আমাদের এডিটিঙের কাজটি সহজ করে দিতে পারেন শুদ্ধ বানানে লিখে। আরও সহজ করে দিতে পারেন নিচের উপায়ে লেখাগুলো লিখে ও সাজিয়ে:

দয়া করে কোনো পিডিএফ ফরম্যাটে কিছু পাঠাবেন না। লেখা পাঠাবেন ইউনিকোড ফন্টে (সোলায়মানলিপি), ফন্ট সাইজ-১২। শিরোনাম ছাড়া কিছু বোল্ড করবেন না। টেক্সট ইটালিক বা আন্ডারলাইন করবেন না। দাড়ি, কমা, সেমিকোলনের পর এক স্পেস দেবেন। দাড়ি, কমা, সেমিকোলনের আগে কোনো স্পেস দেবেন না দয়া করে।

লেখা পাঠাবেন ই-মেইলে এ্যাটাচ করে। ইমেইল: [email protected]

পুনশ্চ: লেখা পাঠাবার শেষ তারিখ: ২৮ জানুয়ারিতে ম্যাগাজিন প্রেসে যাবে। প্রেসে পাঠানোর আগ পর্যন্ত পাওয়া লেখাগুলো সংযোজনের চেষ্টা থাকবে।

সবুজ অঙ্গনের প্রচ্ছদ। শৌখিন প্রচ্ছদ শিল্পী ভাইয়েরা এ ব্যাপারে এগিয়ে আসলে কৃতজ্ঞ থাকবো।

সবুজ অঙ্গনের মোড়ক উন্মোচন

সবুজ অঙ্গনের মোড়ক উন্মোচন হবে ৮ অথবা ৯ ফেব্রুয়ারি ২০১৩। সবুজ অঙ্গনের লেখকরাই এর মোড়ক উন্মোচন করবেন:) আপনাদের উপস্থিতি কামনা করছি।



শুভ নববর্ষ।

পরিশিষ্ট:

১। সবুজ অঙ্গন ১৭শ সংখ্যাসহ অন্যান্য সংখ্যার সামান্য বিবরণ

২। একটি উপকারী পোস্ট : নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন


সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬
৬২টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

লিখেছেন বিষাদ সময়, ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:১৬





মাসের আধিক কাল ধরে দাবদাহে মানব প্রাণ ওষ্ঠাগত। সেই যে অগ্নি স্নানে ধরা শুচি হওয়া শুরু হলো, তো হলোই। ধরা ম্লান হয়ে, শুষ্ক হয়, মুমূর্ষ হয়ে গেল... ...বাকিটুকু পড়ুন

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×