লুকোনো কাব্য!

আসমানে আজ এত্তো আলো কেন জানো?
তোমার সুশোভিত হাসি দেখে..!
অজস্র ফুল ফুটেছে আজ বাগানে জানো?
তোমার প্রস্ফুটিত খুশি দেখে..!
আজ মৃদু সুবাসে বাতাস বইছে কেন জানো?
তোমার রেশমী চুল উড়াবে বলে..!
আজ প্রকৃতি এত্তো মায়াবী কেন জানো?
প্রকৃতি যে তোমায় ভালবেসে ফেলেছে ..!
তুমি লাজুক চোখে তাকিয়ে দেখ,
উদাস এই আমাকে ..!
কতটা চাই তোমায় কাছে!
আমি ভালবেসেছি তোমায়
তাই... বাকিটুকু পড়ুন










