ঐ খাটিয়াই

কালোনিশি বোবার মতো,
অনেক কিছুই, ভাবি না- না
যত ক্ষণ না, খাটিয়া সামনে যাচ্ছে;
তখন কি আবেগময় অনুভূতি
তারপর কি? মহ শেষ, বসন্ত দেখি
শরতেও ছুটে যাই- নদীর ধারে
সাদা রঙিন মেঘে- মেঘে!
দিন শেষেও, ভাবি না,পুণ্য কিছু
বোবা বলে, আর কত চলবে এভাবে-
সীমানার পথ কিন্তু, ঐ খাটিয়াই।
১৩ ভাদ্র ১৪২৯, ২৮ আগস্ট ২৩ বাকিটুকু পড়ুন









