আমার চাওয়া
আমার চাওয়া
সাইফুল ইসলাম সাঈফ
আমারও চাওয়া, তোমায় নিয়ে ভাবতে
হালকা অভিমানে রাগ ভাঙাব যাতে-
তোমার দুলে উঠে হৃদয় পরশে
তুমি বুকে ভেতরে আসবে নিমিষে।
আমারও চাওয়া শত ব্যস্ততার ভিড়ে
তোমার খবর রাখি বারে বারে।
ছোট্ট করে বলি খেয়েছো দুপুরে
তবে প্রত্যাশা মতো ঘটে কিকরে?
চাই তোমায় দেখে সুখে হাসি-
মুচকি! আর বলি সর্বক্ষণ ভালোবসি।
আমারও চাওয়া আমার সীমিত আয়ে
তুমি সন্তুষ্টে... বাকিটুকু পড়ুন









