হিজিবিজি তুমি আমি , আমাদের ভালোবাসা
পৃথিবী ঘুমিয়ে গেছে,
শুন্যতা ঝুলে আছে দেয়ালে দেয়ালে -নগরের সড়কে ।
আলোর অভাব ভুলে জেগে যাওয়া পথিকেরা দেখে
কি এক অন্ধকারে মানুষেরা বিচরণ করে নন্দিত নরকে ।
পাগলের মত হেটে হেটে
এই পৃথিবীকে অগ্রাহ্য করে নিজের ভেতরে আমি যাই ।
যেন কারে আমি খুঁজি, কোথায় সে আছে জানা নাই ।
মিথ্যা হয়েছে যে আলো - সকল আলো... বাকিটুকু পড়ুন








