মন নিয়ে খেলা করে কী সুখ তুমি পাও?
মন নিয়ে খেলা করে
কী সুখ তুমি পাও?
দেখো তবে আমিও তোমার
মনটা নিয়ে
একদিন হঠাৎ কোথাও
যাব পালিয়ে
তুমি যখন একটু হেসে
এ মন ছুঁয়ে দাও
আমি সুখে নাই হয়ে যাই
হাওয়াতে উধাও
দূর থেকে চাকু ছুঁড়ে
আড়ালে লুকাও
মন নিয়ে খেলা করে
কী সুখ তুমি পাও গো
চোখ যেন কাছে যেতে
ডাকে ইশারায়
কাছে গেলে যেন মনে... বাকিটুকু পড়ুন









