জীবনরে তুই এত সুন্দর!
জীবনরে তুই এত সুন্দর!
এত রাত, শেষ হবার নয়
প্রতি রাত, আমাবস্যাময়
এই আধার, কবে ফুরোবে
এই রাত, ভোর হবে কবে
এমন ও রাতে, নিশুতি রাতে
হবে অবসান, দুক্ষেরা সবি
আধারের মালা গলাতে গাথি
রাতের সাথে ঝুলে থাকি
জীবনরে তুই এত সুন্দর!
মাঝে শুধু স্বপ্নে আসে
আধা বাকা চাঁদ,
আধ খাওয়া চাঁদ,
আধ পোড়া সে চাঁদ,
রক্তিম রাঙা সে চাঁদ,
জ্যোৎস্নার মালা থাকে ঝুলে
চান্দের সাথে... বাকিটুকু পড়ুন










