নেশার লাটিম
ক্যাবারে নৃত্য থেমে যায় এক সময় অথচ মন উন্মনা তারপর
এক টিকেটে বদলে যায় জীবন ।
এতদিনের ভাবনা প্রস্তরযুগের মনে হয়
প্রাগৈতিহাসিক হিসাব নিকাশ পাপ পূণ্য।
কিশোরী, নারী দেখলেই মনে হয়, নৃত্যপটিয়সী কামনার ভাণ্ড।
শরীরের উন্মদনা আনন্দ বিনোদনের ক্ষেত্র।
ঝলমলে রাত চোখে ঝিলিমিলি বাঁশি বাজায়।
এই তো জীবন সুখের সাগর।
আমার এই ভাবনা বদল, উন্নত... বাকিটুকু পড়ুন








