=হারিয়ে যাওয়া সুর=

©কাজী ফাতেমা ছবি
=সেই কৈশোরের প্রেম=
উত্থাল তরঙ্গ সুর বুকে সেদিন বেজেছিল
ডানা মেলা পাখি যেনো আমি
সব কিছু ভাল লাগে,
হাঁটতে
বলতে
শুনতে
গাইতে
হাসতে....
কেবল ভাল লাগার দিন ছিল
কেবল সুখে থাকার দিন ছিল
কেবল বুকে সুখ কলকল প্রেম ঢেউ ছিল
কেবল স্বপ্ন দেখার দিন ছিল, রাত ছিল।
সে এসেছিল সেদিন, মন দুয়ারে দিয়েছিল হানা
আহা তখন তারে কেবল ইচ্ছে হয়েছিল
দেখতে
বলতে
পাশে চলতে
সাথে হাসতে
সুরে... বাকিটুকু পড়ুন
















