এখন কেবল উষ্ণ সান্নিধ্য হোক তোমার আমার
তুমি যেন বৃষ্টি জল চাতকের বহুপ্রতীক্ষিত ঠোঁটে
তৃষ্ণা নিবারণের একান্ত প্রয়োজন লাগে এই প্রাণে ।
তুমি নেই তাই অবাক শূণ্যতায় নিমজ্জ্বিত যেন গোটা পৃথিবী
এক সাগর তৃষ্ণা লয়ে বুকে।
তুমি নেই বলতে শারীরিক অনুপস্থিতি নয়
গল্প কবিতায় কথায় হতে পারে অনুপস্থিতির প্রতীকি স্থগিতাদেশ
তা না হলে যে কষ্টের অন্ত নেই, এই খানে হৃদয়ে... বাকিটুকু পড়ুন










