কফি খাবা?
নীরব প্রাণটি তীব্র শূন্যতা নিয়ে এগিয়ে যায়
আরেক প্রাণের কাছে, পূর্ণ হবে বলে;
অতঃপর আরো দ্বিগুণ শূন্যতা নিয়ে
ফিরে আসে আপন বলয়ে!
শত আঘাতে শঠতায় খলতায় আত্মা ভরেও
পূর্ণতা আসে না প্রাণে,
রোজ রোজ জমা হয়
এমনি কত অভিমান অভিযোগ
মানুষের প্রতি, জীবনের প্রতি৷
মানুষের প্রতি অভিমান নিয়ে
ক্লেশে বিদ্বেষে কিংবা আক্রোশে
জ্বলতে জ্বলতে নিঃশেষ হওয়া পর্যন্ত
তবু বাঁচা... বাকিটুকু পড়ুন













