অন্যের ক্ষমতায় যারা নাচে তাদের লজ্জা ও ব্যাক্তিত্ব বলে কিছুই নেই।
আজ একজনের সাথে দেখা হলো।ছাত্রদল করত।যে ছেলে একদিন নেতার ক্ষমতায় মানুষকে মানুষ মনে করতোনা তার নির্মম পরিণতি বর্তমানে এতো ভয়ংক যে আমি আবারও নিশ্চিত হতে বাধ্য হই পতনের আগে মানুষ তীব্র ভাবে সীমালঙ্ঘন করে। ২০০৪ সাল তখন। আমি সবে কলেজে ভর্তি হয়েছি। বিম্পি-জামাতের জয়জয়কার। তাদের অহংকারে পা মাটিতে পড়েনি।চট্টগ্রামের... বাকিটুকু পড়ুন










