মিলিটারী ক্যু'এর বড় খুঁটি ও উৎসাহ ছিলো আমাদের ব্যুরোক্রেটরা।

আমাদের জাতির সংগ্রামের শুরুটা ছিলো মিলিটারী শাসনের(১৯৫৮-১৯৬৯ সাল) বিপক্ষে, জেনারেল আইয়ুব খানের বিরু্দ্ধে; সময় লেগেছে, কিন্তু জাতি আইয়ুব খানের গদি উল্টায়ে দিয়েছিলো (১৯৬৯ সাল); পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের সামান্য অংশ ইহাতে পরোক্ষভাবে সাপোর্ট জানায়েছিলো, বড় অংশ হতভম্ব, বাংগালীরা একি করছে!। ব্যুরোক্রেটরা কার পক্ষে ছিলো? তারা সাধারণ মানুষের সাথে ছিলো... বাকিটুকু পড়ুন










