বর্ষার প্রথম কদম
বর্ষার প্রথম কদম
বাদল দিনের বাদলা হাওয়ায়,
মেঘের আনাগোনা আমার আঙিনায়।
তোমারি তরে সাজিয়ে রেখেছি প্রিয়,
ঝিরিঝিরি বরষা ভালবাসার প্রথম কদম।
ভেজা বাতাসের সাথে ভেসে বেড়ানো,
থোকায় থোকায় ফোঁটা সুগন্ধি ফুলের সৌরভ,
রয়েছে তোমারি প্রতীক্ষায়।
সাথে আছে রাত জাগা চাঁদ আর সুভাসিত মাতাল করা,
কেয়া, কদম, বেলী, চামেলী।
এসেছে বর্ষা,ঝরছে বারিধারা।
প্রিয়,
দেখ সবুজ প্রকৃতি সেজেছে নবরূপে,
... বাকিটুকু পড়ুন














