একদিন!
উঠবে নামবে, পাহাড়িয়া ঢল
মরমি মর্মের আকুতি নিয়ে জন্মাবে জাতিস্বর।
তার ডানায় সুগন্ধি রোদের ঋণচিহ্ন।
পালকে বৃষ্টির জলছাপ।
পলকে অপলক চেয়ে থাকা দিন।
সহস্র রজনীর ক্লান্ত চোখ তুলে
অস্পষ্ট স্বরে তোমাকে চেনাবে ভোর,
তুমি ফিরবে নীড়ে - দহনকাল শেষে।
ততদিনে শালিকের ভেংগে গ্যাছে ঘর।
তারপর,
সুসময় ফিরে এসে জাগাবে
একদিন, দুঃখ-জাগানিয়া রাতে
দরজায় করাঘাত হবে তুমুল করাঘাত,
দেখা হবে ভেবে নিহত মানুষের খোজ... বাকিটুকু পড়ুন








