বীণাপাণির বর
পরানসখা, বন্ধু হে আমার
সপ্তম শ্রেণীতে শরৎবাবুর কাহিনী থেকে
শতজনমের আগে
কানে কানে যে গল্পটা তুমি শুনিয়েছিলে
একদা এক বাদল শেষের রাতে
জেনেছিলাম তোমার আর আমার প্রেম
ঈশ্বরের মত এক ও অবিভাজ্য
প্রথম চুম্বনের মত
এক দেশপ্রেমের মতই সেটা পবিত্র
শাশ্বত, অবিনশ্বর, অমর।
বীণাপাণির বরে
তুমি কবি, গল্পকার, উপন্যাসিক,
তুমি মহান চলচ্চিত্র নির্মাতা
তোমার... বাকিটুকু পড়ুন







