আমাদের কথা এমন লগনে তুমি কী ভাবো না ?

প্রবল বৃষ্টি
তোমার জ্বর,
বৃষ্টিতে আটকা পড়ে
আমি যেন বাসর রাতের অবরুদ্ধ লক্ষ্ণীন্দর।
বসে আছি— কোন এক অদূরে
শীতের প্রকোপ বাড়ে..
কিছুই কী করার নেই
হিমেল হাওয়া গায়ে মেখে
বৈরী আবহাওয়ায় ভাবছি তোমার কথা—
ভালো থেকো
দ্রুত আরোগ্য লাভ করো
এ প্রার্থনা করি
বৃষ্টির শব্দ শুনি ।
রহমতের বৃষ্টি পড়ে
অজস্র বড় ফোটায়
ভূমি সরস হয় বৃক্ষরা... বাকিটুকু পড়ুন











