কাপুরুষ
এইবার ঘুমিয়ে পড়ব
সমস্ত মুখে চুন কালি লাগিয়ে
চির নিদ্রায় শায়িত হব।
জন্মের পর থেকে যে আমায় ঋনি করেছো
শোধ দেব না এর কিছুই;
বিষাক্ত ঘৃণা, নির্দয় প্রত্যাখান, নির্মম উপেক্ষা
সব বুকে নিয়ে শয্যায় যাব।
তোমরা তোষামোদ করবে
বলবে নির্লজ্জ আমি পালিয়ে গেলাম,
গালি দিবে আমার কলঙ্কিত শরীরটাকে
আমি তবু মুখ ফুটে প্রতিবাদ করবো না।
প্রতিটি কাটার ক্ষত বুকে নিয়ে ঘুমিয়ে... বাকিটুকু পড়ুন









