somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫)

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - এপ্রিল ২০১৫ (ভ্রমণ সংকলন – এপ্রিল ২০১৫)

কোন কিছু শুরু করাটাই ভীষণ কঠিন কাজ বলে আগে ধারণা ছিল, কিন্তু না, শুরুর চেয়ে কঠিন হল তা ধরে রাখা। কণ্টিনিউইটি একটা ভীষণ কঠিন এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’ এর মত একটা সিরিজ লেখা শুরু করলে তা অব্যহত রাখা এবং চালিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন। ঠিক বছর খানেক আগে অনেকটা ঝোঁক আর শখের বশেই শুরু করেছিলাম এই ভ্রমণ সংকলন, তখনো আশা করিনি এই সংকলন এক বছর চালিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু দেখতে দেখতে একবছর পেরিয়ে আজ দ্বাদশ সংখ্যা চলে এল। অন্যরকম এক অনুভূতি কাজ করছে, এই প্রসঙ্গে আর কিছু না বলি। এই মাসের শেষের দিকে ইচ্ছে আছে একটা বর্ষপূর্তি সংখ্যা পোস্ট দেয়ার, সেখানেই না হয় কথা হবে এসব নিয়ে।

গত বছরের জুন মাস হতে নিছক শখের বশে এই সংকলনটি করছি ব্যক্তিগত ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়। যাই হোক, গত মে মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় সাড়ে চার হাজারের বেশী পোস্ট হতে এবার পেয়েছি ৬৫টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট। বিগত কয়েক মাসের থেকে যা বেশী, আশা জাগানিয়া নয় কি? আশা করি ক্রমে এই সংখ্যা আরও বেড়ে আগের মত শতাধিক হবে। ভ্রমণ পাগলের দল আবার বেড়িয়ে পড়বে নতুন নতুন সব ভ্রমণ আর এডভেঞ্চারে,সাথে আমাদের উপহার দিবে নতুন নতুন সব মন মাতানো ভ্রমণ বিষয়ক লেখা।

উল্লেক্ষ্য যে,গত বছরের ভ্রমণ সংকলনগুলোতে আমার নিজস্ব বিচারে করা পোস্ট নিয়ে পাঁচটি ক্যাটাগরিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট নির্বাচন করা হচ্ছিল। এগুলো ছিলঃ সেরা পাঁচ (দেশ), সেরা পাঁচ (বিদেশ), সেরা পাঁচ (ছবিব্লগ), সেরা পাঁচ (তথ্যভিত্তিক) এবং সেরা পাঁচ (অন্যরকম)। কিন্তু পোস্ট স্বল্পতার কারণে গত জানুয়ারি মাস হতে এই বিভাগভিত্তিক সেরা পাঁচ নির্বাচন বন্ধ রেখেছি। তার বদলে প্রতি মাসে থাকছে আমার নিজস্ব বিচারে প্রতি মাসের সেরা কিছু ভ্রমণ পোস্টের উপর রিভিউ। তবে আবার যখন শতাধিক পোস্ট পাওয়া যাবে, তখন আবার আগের মত সেরা পাঁচ পোস্টসহ সংকলন নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা রাখি।

আসুন শুরু করা যাক এবারের ভ্রমণ সংকলন, যা এই সংকলনের দ্বাদশ সংখ্যা, SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫)। হ্যাঁ, প্রতিবারের মত এবারো যথারীতি প্রথমেই থাকছে পাঠকের মূল্যায়নকে মাথায় রেখে সর্বাধিক পঠিত ভ্রমণ পোস্ট নিয়ে সেরা তালিকা- পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট (ক্রম বিবেচ্য)। জুন মাস বলেই কি না, এই মাসে সুপ্রিয় ব্লগার জুন আপুর একক প্রাধান্য ছিল ভ্রমণ পোস্টের জনপ্রিয়তায়। তাইতো পাঠক মিথস্ক্রিয়ায় সেরা পাঁচের তিনটি রয়েছে উনার দখলে।

পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
১. মুদ্রার এপিঠ ওপিঠ ( ছবি + ইতিহাস ) লিখেছেন জুন
২. মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৩. কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-১ লিখেছেন সারাফাত রাজ
৪. মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী মান্দালয়ের পথে পথে (ছবি ব্লগ) ১ম পর্ব লিখেছেন জুন
৫. মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিনডন ও তার অপরূপ রাজপ্রাসাদ (ছবি আর ইতিহাস) মান্দালয়ের পথে পথে তৃতীয় পর্ব

এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব গত মাসে প্রকাশিত সেরা কিছু ভ্রমণ পোস্টের যা আমার বিবেচনায় সেরা তালিকায় স্থান করে নিয়েছে। এক্ষেত্রে আপনার বিবেচনা বা পছন্দ আমার সাথে নাও মিলতে পারে। এটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত পছন্দের বিবরণ। ও আরেকটি কথা, এখানে ক্রম বিবেচ্য নয়। এগুলোর বাইরে আপনার ভালো লাগা ভ্রমণ কাহিনীটির কথা মন্তব্যে জানাতে ভুলবেন না যেন।

========================================================================
পোস্ট শিরোনামঃ দেখে এলাম পর্বতের শহর আল-আবহা (১-৩)
লিখেছেনঃ মোঃমোজাম হক


সৌদি আরব প্রবাসী ব্লগার মোঃমোজাম হক লিখেছেন তিন পর্বে ধারাবাহিক “দেখে এলাম পর্বতের শহর আল-আবহা। এই ব্লগারের জনপ্রিয় সিরিজ কেমন আছি সৌদি আরবে, এই পোস্ট দিয়ে অনেকদিন পর উনি আবার ব্লগে ফিরলেন। আগে উনার পোস্ট আমার পড়া হয় নাই, এই পোস্ট দিয়েই শুরু করলাম, আর শুরুতেই ভালো লেগে গেল। আবহা হচ্ছে সৌদি আরবের দক্ষিন-পশ্চিম প্রান্তের আসির প্রদেশের রাজধানি শহর। সুন্দর দৃশ্যাবলী,বিখ্যাত কুয়াশাচ্ছন্ন পর্বতের চূড়া এবং ঠান্ডা বাতাসের কারণেই গ্রীষ্মকালে সৌদি আরবের অন্যান্য অঞ্চল থেকে সবাই এখানে ছুটি কাটাতে আসে; যাকে বলে পর্যটন শহর। ব্লগার মোঃমোজাম হক আর সাথে আরেক জনপ্রিয় সৌদি প্রবাসী গুণী ব্লগার মধুমিতা, যিনি ঐ শহরের বাসিন্দা, দুজনে ঘুরে বেড়িয়েছেন এই পর্যটন নগরী, সাথে তুলেছেন চমৎকার সব ছবি। এর সাথে বাড়তি হিসেবে থাকছে উনাদের আল-আবহা তথা সৌদি আরবের সর্বোচ্চ টিলা সোঁদা পাহাড় ভ্রমণের কথা। তো দেরী কেন, পড়ে ফেলুন চমৎকার এই সিরিজ পোস্টটি।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ অ্যাডভেঞ্চার ইন ক্যুবেক - পর্ব ১-৪
লিখেছেনঃ পয়গম্বর


ব্লগার পয়গম্বরের ভ্রমণ পোস্টের আমি বরাবরই ভক্ত। এবার উনি লিখেছেন ১৯৮৫ সালে ইউনেস্কো'র 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে খ্যাত, কানাডার সেন্ট লরেন্স নদীর পাড়ের সেই নয়নাভিরাম কুইবেক সিটি ভ্রমণ নিয়ে। মনোমুগ্ধকর সব ছবি, সাবলীল বর্ণনায় জমজমাট এই পোস্টে কি নেই? পরিবহন, খাবার থেকে শুরু করে পথঘাট হয়ে পর্যটন স্পট, সবকিছুর চমৎকার সব ছবির সাথে পরিমিত বর্ণনার মিশেলে এই সিরিজ আপনার ভালো না লেগে পারেই না।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিনডন ও তার অপরূপ রাজপ্রাসাদ (ছবি আর ইতিহাস) মান্দালয়ের পথে পথে তৃতীয় পর্ব
লিখেছেনঃ জুন


আবারো বলছি, এই মাসটি ছিল বুঝি জুন আপুর দখলে। তার মায়ানমার ভ্রমণের প্রতিটি পোস্ট পাঠকদের হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে এই পোস্টটি আমার পছন্দের তালিকায় অগ্রাধিকারে ছিল। ব্লগার জুন নিজে ইতিহাসে কৃতী ছাত্রী হওয়ার দরুন ঐতিহাসিক পটভূমির কোন ভ্রমণ কাহিনী উনার চেয়ে ভালো কেউ লিখতে পারবেন কিনা জানি না। চমৎকার সাবলীল ভাষায় ভ্রমণের গল্পের সাথে ইতিহাস বলে যাওয়া। গল্পের ছলে নানান ইতিহাস, পর্যাপ্ত ছবির সমাবেশ সাথে নান্দনিক উপস্থাপন, আপনাকে এই পোস্ট পুরোটা পড়তে বাধ্য করবে। পড়া শেষে মনে হবে আরেকবার পড়ে দেখি। বিশেষ করে আপনি যদি হন আমার মত ইতিহাসে সুবিশেষ অজ্ঞ (অজ্ঞ বলতে অজ্ঞই বুঝিয়েছি, বিশেষজ্ঞ নয়)।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ দ্যা ল্যান্ড অফ দ্যা ক্লাউডস (মেঘের দেশে) পর্ব -২ মিরিক থেকে কালাপোখরি
লিখেছেনঃ তাহসিন মামা


ব্লগার তাহসিন মামা, আমার বহু ভ্রমণের সঙ্গী, ভ্রমণ বাংলাদেশের অন্যতম কার্যনির্বাহী সদস্য। সদাহাস্য এই ব্লগারের লেখা যারা আগে পড়েন নাই, তারা অনেক কিছু মিস করেছেন। উনার লেখার অন্যতম দিক হল সুন্দর করে বাক্যচয়ন করে লেখা শুরু করা। সেই শুরুর জাদুতে আপনি লেখায় আটকে গিয়ে একসময় দেখবেন পুরো লেখা শেষ করে ফেলেছেন। কিন্তু উনার দোষ একটাই, উনি লেখা দেন বড় কম। উনাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে লিখেছেন মিরিকের গল্প। চমৎকার সব ছবির সাথে চটুল বর্ণনায় লেখকের সাথে আপনিও পৌঁছে যাবেন মিরিক থেকে কালাপোখরি। তো দেরী করছেন কেন? যান না প্লিজ...
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ আমার লাঙ্কাউই ভ্রমণের গল্প
লিখেছেনঃ আলোকিত পৃথিবী


দারুণ একটা পোস্ট, না পড়লে সত্যি কিছু মিস করবেন। নতুন শহরে নতুন পর্যটকের নানান মিশ্র অনুভুতির মাঝে কখন আপনি নিজেই হারিয়ে যাবেন বলতে পারবেন না। শেষে উনাদের সাথে পড়ন্ত সন্ধ্যা বেলায় একটা ট্যাক্সি ক্যাবের জন্য নির্জন প্রান্তে হন্যে হয়ে দৌড়ে বেড়াবেন কিন্তু ;) । তিনদিনের লাঙ্কাউই ভ্রমণের প্রথম দিনের গল্প নিয়ে সাজিয়েছেন এই পর্বটি ব্লগার আলোকিত পৃথিবী। সেখানকার এয়ারপোর্ট হয়ে আন্ডারওয়াটার ওয়ার্ল্ড হয়ে চমৎকার পুরনো ঘরানার নিরিবিলি হোটেল, তারপর তিন পর্যটকের একা একা শহরে ঘুরে দেখা এবং ট্রান্সপোর্ট সঙ্কটে পতিত হওয়ার গল্প এটা। লেখকের ভাষায় বিনা পয়সায় থ্রিলার! আর রাতের বেলা হোটেলে ভিউটা আসলেই অনেক সুন্দর। দেখতে চান? তো পোস্টে গিয়ে দেখে আসেন না ভাই ;)
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ আমিয়াকুম,এক অনিন্দ্য সুন্দরীর খোঁজে(শেষ পর্ব)
লিখেছেনঃ তুষার কাব্য


এক আমিয়াকুমের কাহিনী দিয়ে তিন মাস পার করে দিলেন ব্লগার তুষার কাব্য... এইটা কিছু হইল? তারপরও এই পোস্টে আমি না ঢুঁকে পারবো না। কেননা অগ্নিকন্যার গল্প, পথ ভুলে নির্জন পাহাড়ে রাত কাটানো, রাতের বেলা বন্য গয়ালের উৎপাত শেষে যে সুন্দরীর দেখা তারা পেয়েছিল তার গল্প না শুনে কি শেষ করা যায়। তাই তুষার কাব্যের এই তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব যথারীতি থাকছে আমার সেরা তালিকায়। তুষার কাব্যের পাহাড়ের জলে তিমি মাছ সাইজের পুঁটি মাছ ;) শিকারের ছবিসহ লাইভ টেলিকাস্ট দেখতে চাইলে এখনই ঘুরে আসুন তার এই পোস্ট থেকে। তবে... তার আগে আগের পর্ব দুটো পড়ে নিতে পাড়লে বেশী ভালো লাগবে বলে আমার অভিমত।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ বিশ্বের বৃহদাকার বইটি (ইতিহাস +ছবি) ভ্রমন ব্লগ লিখেছেন জুন
লিখেছেনঃ জুন


ভেবেছিলাম একজন ব্লগারের একটার বেশী পোস্ট এই সেরা তালিকায় দিব না, কিন্তু সামু ব্লগের এই ইবনে বতুতা খ্যাত ব্লগার সেই ইচ্ছা নষ্ট করে দিলেন। কিন্তু তাতে লাভ বৈ ক্ষতি হয় নাই। মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিন্ডন এর এক উচ্চাভিলাষী ইচ্ছার কারণে যে অবাক বিস্ময়কর একটা নির্মাণ পৃথিবীর বুকে আজও টিকে আছে তা হল এই বিশ্বের বৃহদাকার বই। কেমন বৃহৎ? লেখিকার জবানীতেই শুনুন, ‘শুনে মনে হলো এটি আবার কেমন বই, পাতাগুলো কিভাবে সাজানো, কত প্রকান্ড, কিভাবে তা মানুষ পড়ে? কোথায় রেখেছে ? কোন লাইব্রেরীতে ইত্যাদি নানা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খেতে লাগলো।অবশেষে হাজির হোলাম আমাদের গন্তব্যে।মাঝখানে স্বর্নালী মন্দিরকে ঘিরে চারিদিকে সাদা সাদা ছোট ছোট অজস্র শ্বেত শুভ্র ঘরগুলোর দিকে ইঙ্গিত করে হাত ছড়িয়ে গাইড ট্যান্ডা বলে উঠলো, 'দেখো বিশ্বের এক বিস্ময় এই বৃহদাকার বইটি '। আমি হতবাক হয়ে গেলাম বইএর রূপ দেখে!... ... ... .. বিশাল জায়গা জুড়ে নির্মিত হয়েছে ১৫৩/১০৭ সেঃমিঃ মাপের শিলা পাথরের উভয়েদিকে লেখা ৭৩০ পাতার ১৪৬০ পৃষ্ঠার একটি বই। সারিবদ্ধভাবে সাজানো ছোট ছোট সমান মাপের সাদা সাদা ৭৩০ টি মন্দিরের মধ্যে বইটির এক একটি পাতা রাখা আছে।’ তো আপনি কি এমন বইয়ের ছবি আর সেই অসাম পোস্টখানি না পড়ে থাকতে পারেন? কি বললেন? আগেই পড়েছেন, তো কি হয়েছে? আসুন আরেকবার পড়ি। আর যারা আগে পড়েন নাই, তারাও সাথে আসুন...
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ শ্যামদেশে কয়দিনঃ শেষ পর্বঃ ভাসমান বাজার
লিখেছেনঃ মানস চোখ


ইদানীং ফ্লোটিং মার্কেট নিয়ে অনলাইনে ভ্রমণ পিয়াসীদের মাঝে খুব আগ্রহ দেখা যাচ্ছে। গত দুবছর যাবত দক্ষিনের বরিশাল-ঝালকাঠি অঞ্চলের বর্ষাকালের নৌকায় ভাসমান পেয়ারার বাজার অনেকেই বেড়াতে যাচ্ছেন। লোভনীয় সব ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লোভ ছড়াচ্ছেন। ব্লগার মানস চোখ এবার আমাদের লোভ বাড়াতে গল্প শুনিয়েছেন শ্যামদেশের ভাসমান বাজারের, যেই বাজারের ছবি দেখেই লোভের স্বাদ ঘোলে মেটানোর মত আমরা দেশের ভেতর খুঁজে পেয়েছিলাম বরিশাল অঞ্চলের ভাসমান বাজার। যদিও, এখন দেখি যে, আমাদের দেশের ভাসমান বাজারই বেশী সুন্দর, সবুজের বন্যায় সয়লাব সেই বাজার। যাই হোক, আসি মানস চোখের পোস্ট প্রসঙ্গে। দিনের শুরুতেই দীর্ঘ প্রতীক্ষা, সহধর্মিণীর অগ্নিমূর্তি রূপ আর সাথে উনার মজাদার ঢঙ্গে গল্প বলে যাওয়া, আপনাকে এই পোস্টে চুম্বকের মত টেনে ধরবে একেবারে শুরুতেই। আমি আর না বলি কিছু, বিশ্বাস না হলে নিজে একবার পোস্টে ঢুঁ মেরে দেখুন।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ দার্জিলিংয়ের ডায়রী: ৪র্থ (চতুর্থ) পর্ব (কালিম্পং পর্ব)
লিখেছেনঃ অনঢ়পাথর


ব্লগার অনঢ়পাথর এর এই সিরিজের আমি নিদারুন এক ভক্ত। এই সিরিজ নিয়ে এই পর্বের শুরতেই লেখক বলেছেন কিছু কথা ঠিক এইভাবে, ‘আজ থেকে ২০-২৫ বছর আগে অনেকেই শখ করে বেড়াতো যেত ভারতের পশ্চিম বঙ্গের দার্জিলিং শহরে। মধুচন্ত্রিমার কথা বলতে পারবোনা তবে ফ্যামিলি ট্যুরের জন্য দার্জিলিং ছিলো অনেকেরই প্রিয় জায়গা। সম্ভবত দার্জিলিংয়ের জনপ্রিয়তার কারন ছিলো তখনকার কোলকাতার সিনেমা, যেখানে দার্জিলিংয়ের দৃশ্য দেখানো হতো প্রচুর। কোলকাতার টালিগঞ্জের ছবির নায়ক নায়িকাদের প্রিয় লোকেশন ছিলো ’দার্জিলিং’। এছাড়াও বড়দের উপন্যাসে ও ছোটদের রহস্য গল্পেও দার্জিলিং এসেছে বার বার। সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র গোয়েন্দা ফেলুদার প্রিয় জায়গা ছিলো এই পার্বত্য শহরটি। দার্জিলিং নিয়ে লেখা ধারাবাহিকের এটা চতুর্থ পর্ব। আগে ৩টি পর্ব লেখা হয়েছে ”মিরিক”, ”মানেভঞ্জন” ও মূল দার্জিলিং শহর নিয়ে। এবারের পর্ব - কালিম্পং শহর নিয়ে। নতুন পাঠকদের জন্য আমরা আবার পুরোনো জায়গায় ফিরে যাবো কিছুক্ষনের জন্য।’ যথারীতি সাবলীল বর্ণনা আর মাঝে মাঝে কিছু ছবি আপনাকে নিয়ে যাবে লেখকের সাথে সেই সময়ের সেই ভ্রমণের মাঝে। আপনি তাদের সাথে হারিয়ে যাবেন সেই মায়াবী ভ্রমণে...
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ ট্রিপ টু টোবারমোরী - পর্ব ১
লিখেছেনঃ পয়গম্বর


পয়গম্বর ভাইয়ের এই পোস্টও জুনাপুর মত আমাকে একই লেখকের দুটি পোস্ট তালিকায় দিতে বাধ্য করে দিল। চমৎকার সব ছবি দিয়ে সাজানো এই পোস্টে যে কারো না ভালো লেগে পারেই না। এই পর্বে থাকছে কানাডা’র টোবারমোরী’র ব্রুস পেনিনসুলা ন্যাশনাল পার্ক ভ্রমণের মনোমুগ্ধকর সব ছবি। ছবি দেখতে দেখতে হারিয়ে যাবেন সেই পার্কের মাঝে, আর তার সাথে নীল পাহাড় আর নীল জলের মাঝে।

========================================================================

উৎসর্গঃ এই মাসের ভ্রমণ সংকলন উৎসর্গ করা হল বাংলার টাইগার খ্যাত জাতীয় ক্রিকেট দলকে, যারা প্রতিনিয়ত আমাদের সকল বিভেদ ভুলে গিয়ে একাত্ম হয়ে আনন্দে উদ্বেলিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে।

প্রচ্ছদঃ বোকা মানুষ বলতে চায়

অলঙ্করণ চিত্রাবলীঃ সংশ্লিষ্ট পোস্ট হতে সংগৃহীত।

========================================================================

মে ২০১৫’য় সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত সকল ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্টসমূহঃ

1. বাংলাদেশের সবচেয়ে কষ্টসাধ্য চুড়া জ-ত্লং অভিযানের ইতিহাস । লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
2. মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী মান্দালয়ের পথে পথে (ছবি ব্লগ) ১ম পর্ব লিখেছেন জুন Click This Link
3. আরবের বেদুঈন, সুক তালাতা এবং হেরিটেজ মিউজিয়াম-শেষ পর্ব (আরব ডায়েরি-৯০) Click This Link
4. মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
5. হায়দারাবাদের ডায়েরী.... লিখেছেন নিয়ামুলবাসার Click This Link
6. মান্দালয়ের পথে পথে। ২য় পর্ব লিখেছেন জুন Click This Link ৪৮৬
7. দেখে এলাম পর্বতের শহর আল-আবহা লিখেছেন মোঃমোজাম হক Click This Link
8. "লক নেস" প্রাগৈতিহাসিক দানব ও এক অমিমাংসিত রহস্য লিখেছেন দীপংকর চক্রবর্ত্তী Click This Link
9. অ্যাডভেঞ্চার ইন ক্যুবেক - পর্ব ১ লিখেছেন পয়গম্বর Click This Link
10. অ্যাডভেঞ্চার ইন ক্যুবেক - পর্ব ২ লিখেছেন পয়গম্বর Click This Link
11. অবাক সূর্যোদয় : কেওক্রাডং লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
12. মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিনডন ও তার অপরূপ রাজপ্রাসাদ (ছবি আর ইতিহাস) মান্দালয়ের পথে পথে তৃতীয় পর্ব Click This Link
13. বাড়ি হামার দিনাজপুর লিখেছেন নীরব আখতার Click This Link
14. কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-১ লিখেছেন সারাফাত রাজ Click This Link
15. অ্যাডভেঞ্চার ইন ক্যুবেক - পর্ব ৩ লিখেছেন পয়গম্বর Click This Link
16. মানস ভ্রমণ কাশ্মীরে লিখেছেন পগলা জগাই Click This Link
17. দ্যা ল্যান্ড অফ দ্যা ক্লাউডস (মেঘের দেশে) পর্ব -২ মিরিক থেকে কালাপোখরি লিখেছেন তাহসিন মামা Click This Link
18. খাগড়াছড়ি হতে সাজেক লিখেছেন টারমিনেটর Click This Link
19. অ্যাডভেঞ্চার ইন ক্যুবেক - পর্ব ৪ লিখেছেন পয়গম্বর Click This Link
20. লক্ষ্য যখন বিছানাকান্দি -লিখেছেন ফরহাদ রিংকু Click This Link
21. ভ্রমণ স্মৃতি-মালয়েশিয়া লিখেছেন শামছুল ইসলাম Click This Link
22. টাঙ্গুয়ার টানে,সৌন্দর্যের খোঁজে।। প্রথম পর্ব লিখেছেন shadatjitu Click This Link
23. টাঙ্গুয়ার টানে,সৌন্দর্যের খোঁজে।। পর্ব ২ লিখেছেন shadatjitu Click This Link
24. মহেড়ায় মজা ! সাথে কি চমচম ? .........লিখেছেন ভ্রমণ বাংলাদেশ Click This Link
25. আনন্দময় একটা ভ্রমন লিখেছেন কাল্পনিক আমি Click This Link
26. দেখে এলাম পর্বতের শহর আল-আবহা পর্ব -২ লিখেছেন মোঃমোজাম হক Click This Link
27. অপরুপ রাঙ্গামাটি এবং স্বপ্নের জম্মুল্যান্ড-১=মাহবুব সুয়েদ লিখেছেন সমশের Click This Link
28. আমার লাঙ্কাউই ভ্রমণের গল্প লিখেছেন আলোকিত পৃথিবী Click This Link
29. পাহাড়ে উত্পাদিত কৃষিপণ্য পরিবহন, যোগাযোগ ব্যবস্থা সহজতর ও সময় সাশ্রয় করতে সবুজ পাহাড়ের পাদদেশে আলীকদম সড়ক নির্মাণের সিদ্ধান্ত সরকারের লিখেছেন রিয়াদহ্যাপি০০৭ Click This Link
30. ঘুরে এলাম দিনাজপুরের রাজবাড়ি লিখেছেন আিসর৪১২ Click This Link
31. "লালাখাল" এর সবুজ-নীলের জাদুর জগতে লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
32. মেঘলা দিন, জনশূন্য পার্ক লিখেছেন ওয়ারা করিম Click This Link
33. ছবি ব্লগ-০৩। রাঙ্গামাটি এবং বান্দরবান। লিখেছেন সুমন কর Click This Link
34. ইন্ডিয়া ভ্রমণ- কিস্তি-৩ লিখেছেন উইশ Click This Link
35. যখন ছিলাম নেপালে। লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
36. মুদ্রার এপিঠ ওপিঠ ( ছবি + ইতিহাস ) লিখেছেন জুন Click This Link
37. দুর্গাপুর অভিযাত্রার আনন্দ লিখেছেন দীপংকর চন্দ Click This Link
38. টাইমস্‌ স্ক্য়্যার, নিউ ইয়র্ক লিখেছেন ওয়ারা করিম Click This Link
39. বেড়িয়ে যান রবীন্দ্রনাথের আদি ভূমি ও শ্বশুরবাড়ি লিখেছেন bangla51214 Click This Link
40. মুভি রিভিউ Touching The Void (2003) (Adventure & Travel Movie Review - পর্ব ০২) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
41. দু’দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়া বৃদ্ধির ফলে, ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাসসেবা চালু লিখেছেন মোশা Click This Link
42. আমার জীবন এত সুখের ক্যান? সেন্টমার্টিনের টুকরো ফান। (ভিডিও ব্লগ) লিখেছেন লাবিব ইত্তিহাদুল Click This Link
43. ঘুরে এলাম ইলিশ ও রূপচাঁদার আখরা - টেকনাফ ভ্রমণ (ভিডিও ব্লগ) লিখেছেন লাবিব ইত্তিহাদুল Click This Link
44. বাকলাই পাড়া, পাহাড়ে এক শান্তির জনপদ (ফটোব্লগ)। লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
45. নায়েগ্রা জলপ্রপাত লিখেছেন পারভেজ Click This Link
46. টাঙ্গুয়ার টানে,সৌন্দর্যের খোঁজে।। পর্ব ৩ লিখেছেন shadatjitu Click This Link
47. স্মৃতির এলবাম থেকে ----- ৩ (ফটোব্লগ) লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
48. আমিয়াকুম,এক অনিন্দ্য সুন্দরীর খোঁজে(শেষ পর্ব) লিখেছেন তুষার কাব্য Click This Link
49. ভ্রমণঃ সেন্ট মার্টিনে জীবনের একটি সকাল - অভূতপূর্ব আনন্দ ও সৌন্দর্য (ভিডিও ব্লগ) Click This Link
50. মিশন সিক্সটি ফোর: কুড়িগ্রাম, ২০১৪ লিখেছেন অনিরুদ্ধ রহমান Click This Link
51. মিশন সিক্সটি ফোর: লালমনিরহাট, ২০১৪ লিখেছেন অনিরুদ্ধ রহমান Click This Link
52. দেখে এলাম পর্বতের শহর আল-আবহা পর্ব -৩ লিখেছেন মোঃমোজাম হক Click This Link
53. সাউথ আফ্রিকা ছবি ব্লগ লিখেছেন সোহানের রোজনামচা Click This Link
54. বিশ্বের বৃহদাকার বইটি (ইতিহাস +ছবি) ভ্রমন ব্লগ লিখেছেন জুন Click This Link
55. SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - এপ্রিল ২০১৫ (ভ্রমণ সংকলন – এপ্রিল ২০১৫) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
56. স্মৃতির এলবাম থেকে -----৪ (ফটোব্লগ) লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
57. আমাদের বোকামি, পাগলামি B-) আর ট্রলারে ঝুকি নিয়ে সেন্টমার্টিন যাত্রা (ভিডিও ব্লগ) লিখেছেন লাবিব ইত্তিহাদুল Click This Link
58. শ্যামদেশে কয়দিনঃ শেষ পর্বঃ ভাসমান বাজার লিখেছেন মানস চোখ Click This Link
59. জীবনে এ পর্যন্ত দেখা সবচাইতে রোমাঞ্চকর স্থান - যে কাউকে পাগল করে দেয় (ভিডিও ব্লগ) Click This Link
60. বিনোদনের স্বর্গ বঙ্গবন্ধু সাফারি পার্ক লিখেছেন মোশা Click This Link
61. ভ্রমণঃ সী বিচ ধরে বাজার পর্যন্ত যা যা দেখলাম - ডকুমেন্টারী বলা যায় (ভিডিও ব্লগ) লিখেছেন লাবিব ইত্তিহাদুল Click This Link
62. দার্জিলিংয়ের ডায়রী: ৪র্থ (চতুর্থ) পর্ব (কালিম্পং পর্ব) লিখেছেন অনঢ়পাথর Click This Link
63. ভ্রমণ স্মৃতি-মালয়েশিয়া (বাংলাদেশী ভাইদের সাহচার্য) লিখেছেন শামছুল ইসলাম Click This Link
64. ট্রিপ টু টোবারমোরী - পর্ব ১ লিখেছেন পয়গম্বর Click This Link
65. মরক্কোর নীল শহর লিখেছেন শান্তির বার্তা Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৪৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×