যে-বেদনা দিয়েছিলে ছলনা করে
আমার কাছে মনে হয়েছে, আমি কিছু কিছু গানের লিরিক বেশ ভালো লিখেছি, সুরও করেছি ভালো, আবার গানের শিল্পী না হয়েও বেশ ভালোই গেয়েছি। এটি সেরকম একটি গান।

যে-বেদনা দিয়েছিলে করে ছলনা
সে-বেদনা এ হৃদয় করেছে সোনা
কিছু কিছু ভুল আমি করে ছিলাম
আমার সে ভুল তুমি করোনি তো ক্ষমা
বার বার ভুল করে
করেছি... বাকিটুকু পড়ুন










